logo

৮০ হাজার টাকায় বিক্রি হওয়া ২ শিশু ফিরলো মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদক

Published:20 Jul 2022, 06:50 PM

৮০ হাজার টাকায় বিক্রি হওয়া ২ শিশু ফিরলো মায়ের কোলে


চাঁদপুরের হাজীগঞ্জে দেড় বছর পূর্বে ঋণের টাকা পরিশোধ করার জন্য বিক্রি হওয়া ২ কন্যা শিশুকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছেন।  বুধবার দুপরে তিনি প্রকৃত মা-বাবার কাছে ২ শিশু সন্তানকে তুলে দেন।  এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

থানা সূত্রে জানাযায়, উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মিজি বাড়ীর বেকারী ব্যবসায়ী ইমরান হোসেন মিজির দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ২ সন্তান আড়াই বছর বয়সী ইভা মনিকে চাঁদপুর সদর উপজেলার আলগী গ্রামের নিঃসন্তান দম্পতি মোতালেব বরকান্দজ ও দেড় বছর বয়সি রিয়া মনিকে ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামের বাবুল ভূইয়া ও জান্নাত বেগমের নিকট বিক্রি করে দেন।

বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়।  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের দৃষ্টিগোচর হয়।  তিনি তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে বিক্রি হওয়া ২ সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেড় বছর পর সন্তান কোলে পেয়ে আবেগাপ্লুত জান্নাতুল ফেরদৌস বলেন, আমি আমার ২ মেয়েকে মানুষের মতো মানুষ করবো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ সাংবাদিকদের জানান, যদি কেউ কাউকে দত্তক নেন তাহলে আদালতের মাধ্যমে নিয়ম অনুযায়ী দত্তক নিতে হবে।  এ ছাড়া দত্তক নেয়ার কোনো সুযোগ নেই।



© দিন পরিবর্তন