নিজস্ব প্রতিবেদক
Published:16 Feb 2024, 12:05 PM
৯২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়লো নিউজিল্যান্ড
১৯৩২ সালে প্রথম নিউজিল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের সেটিই ছিল প্রথম টেস্ট সিরিজ। এরপর ৯১টি বসন্ত পেড়িয়ে গেলেও প্রোটিয়া বধ করতে পারেনি কিউইরা। অবশেষে কেন উইলিয়ামসনের হাত ধরে সেই মাহেন্দ্রক্ষণ হয়ে গেল যেন।
কিউই অধিনায়কের নান্দনিক এক সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড জিতে নিল ২-০তে। এই জয়ের ফলে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউ জিল্যান্ড।
এই ম্যাচকে ঐতিহাসিকও বলা যায়। কেননা এর আগে সাদা পোশাকে ১৭ বারের দেখায় একবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারেনি কিউইরা। অবশেষে ১৮বারের চেষ্টায় অসাধ্যকে সাধন করলো তারা। ঘুচলো ৯২ বছরের আক্ষেপ।
DP-ASIF
© দিন পরিবর্তন