এবার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধের তালিকা থেকে অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডেসিভিরকে চুড়ান্তভাবে বাতিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। কয়েক মাস আগে করোনার চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের ব্যাপারে সতর্ক করেছিল ডাব্লিউএইচও।
আজ বৃহস্পতিাবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, করোনা ওষুধের তালিকা থেকে রেমডিসিভিরকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে এই ওষুধ আর করোনা চিকিৎসায় ব্যবহার করা যাবে না।
সম্প্রতি ভারতের সর্বোচ্চ সরকারি চিকিৎসাকেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমস) পরিচালক রণদীপ গুলেরিয়াও এ সম্পর্কে সচেতন করেছেন। তিনি বলেছেন, করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কোনোও ভূমিকা নেই। রেমডিসিভির কোনো যাদুকরী ওষুধ নয়। এটি করোনা সারাতে পারে এমন অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। করোনায় মৃত্যু কমানোর ক্ষেত্রেও এর তেমন কার্যকরী কোনো ওষুধ নয়।
বর্তমানে বিশ্বের ৫০টি দেশে করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তার চিকিৎসাতেও এই ওষুধটি ব্যবহার করা হয়েছিল।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL