• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img
image

তামিমের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে কারও সঙ্গে আলোচনা করেনি সাকিব

গুঞ্জন ছিল ‘আনফিট’ তামিম ইকবালকে বিশ্বকাপ দলে চাননি সাকিব আল হাসান। সেটা অস্বীকার করেছেন সাকিব আল হাসান। তবে তামিম যে বেছে বেছে খেলতে চেয়েছিলেন, সেটি তিনি শুনেছেন। তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারটি তিনিসহ দলের ড্রেসিংরুম এমনকি বোর্ড পরিচালকরা পর্যন্ত সবাই আগে থেকেই জানতেন বলেও জানিয়েছেন সাকিব। ক্রীড়াভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার তামিমের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে সাকিব বলেন, ‘এই বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। না বিশেষ কোনো খেলোয়াড়, না মেডিকেল টিম, না নির্বাচক। ....

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com