‘যে গল্প বলা হয়নি’
সাত্তার সাহেবের পুরনো দোতলা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির একটি ফ্ল্যাটে মেয়ে ঝুম্পাকে নিয়ে বসবাস করেন তিনি। অনেক আগে সাত্তারের স্ত্রী মারা গেছেন। তারপর থেকে ঝুম্পা এ সংসার সামলে রাখেন। সংসার সামলাতে গিয়ে তার পড়াশোনা বেশিদূর আগায়নি। খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশাও করেন না ঝুম্পা। নিজের কাজ শেষে একটি পুরনো গল্পের বই নিয়ে ছাদের কোনায় বসে থাকেন।& ....