• ঢাকা
  • ০১-জুন-২০২৩
img

এক বছর পর কনসার্টে ফিরছেন জেমস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২০২১-০৩-১১ ১৬:৪৩:০৩
photo

এক বছর পর কনসার্টে ফিরছেন নগরবাউল জেমস। আগামী ১২ মার্চ ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তিতে আয়োজিত কনসার্টের মাধ্যমে বিরতি ভাঙবেন তিনি।রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে।

জেমস  বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন  পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি। ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তির আয়োজকরা জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী জেমস। তিনি আসছেন গানে মাতাতে। আমাদের সব বন্ধুকে একত্রিত করতেই এই আয়োজন। জেমস ছাড়াও কনসার্টে ডিজে রাহাত, শুভাশিষ-ঋতুরাজসহ আরও অনেকেই কনসার্টে থাকবেন বলে জানান আয়োজকরা।


© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বøক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com