নিজস্ব প্রতিবেদক
কাজী যোবায়ের কায়সার পাভেল সাম্প্রতিককালের সুপরিচিত যন্ত্রসঙ্গীত শিল্পী। রোববার (২৮ আগস্ট) রাত ১০টায় এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত অনুষ্ঠান ‘আজ গানের দিন’র সপ্তম পর্বে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভিতে।
পাভেলের জন্ম ১৯৮২ সালে চাঁদপুরে। মা আফরোজা বেগম, বাবা কাজী কায়ছারুজ্জামান। সুরের প্রতি পাভেলের ভালোবাসা ছোটবেলা থেকেই। দেশের স্বনামধন্য গিটারিস্ট রূপু আজিমের হাত ধরে তিনি দেশের সঙ্গীত জগতের মূল ধারায় প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে স্বচেষ্টায় রপ্ত করেন বাঁশি, গিটার ও কি-বোর্ড। ক্রমে ক্রমে তার বাদ্যযন্ত্রের তালিকায় যুক্ত হয়েছে স্যাক্সোফোন, মেলোডিকা, সিলভার ফ্লুট, টিন হুইসেলসহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্র। বিগত ২০ বছর ধরে তিনি নিয়মিত নিভৃতে সুরের সাধনা করে আসছেন। চর্চার মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন নিজেকে। দেশের সঙ্গীত জগতে উল্লেখযোগ্য কী-বোর্ড আর্টিস্ট হিসেবে হিসেবে স্থান করে নিয়েছেন তিনি। গিটার বাজিয়ে প্রথম পুরস্কার পেয়েছেন স্কুলে।
শিল্পী ফাহমিদা নবীর ‘মেঘলা মন’, কুমার বিশ্বজিতের ‘আমার ছোট্ট পরী’, লুৎফর হাসানের ‘যদি কান্না কান্না লাগে’, অবন্তী সিঁথির ‘এক টুকরো মেঘ’, দিলসাদ নাহার কনার ‘সেল্ফি’, শাওন গানওয়ালা ‘আমাদের গল্প’ প্রভৃতি জনপ্রিয় গানে বাদ্যযন্ত্র বাজিয়ে ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন পাভেল। এছাড়া এ বছরেই ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রের ‘তোর সাথে নামলাম রে পথে’ গানটিতেও যন্ত্রসঙ্গত করেছেন উদীয়মান এ যন্ত্রসঙ্গীত শিল্পী। পাভেলের শখ নানা ধরনের বাদ্যযন্ত্র ও বাদ্যযন্ত্র সম্পর্কিত গ্যাজেট সংগ্রহ এবং ফেসবুকে লেখালেখি।
এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL