০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
আমেরিকা

দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীরা

আন্তর্জতিক ডেস্ক

প্রকাশিতঃ ২০২৪-০২-১৯ ১৬:৫৯:২৯
...

যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক সংস্থা দ্য ক্যাটো ইনস্টিটিউট দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের দুঃসংবাদ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরে মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড (আবাসন) দেওয়া হবে। সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এক গ্রিন কার্ড দিয়ে পূর্বে বসবাস ও কর্মসংস্থান উভয় কাজে ব্যবহৃত হত। তবে বর্তমানে দুটির কাজের জন্য দুটি আলাদা কার্ড গ্রহণ করতে হয়।

ক্যাটো ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৪৭ লাখ গ্রিন কার্ডের জন্য আবেদন পড়েছে। আর কর্মসংস্থানের জন্য ১৮ লাখ আবেদন পড়েছে। এই সংখ্যক আবেদনের মধ্যে এবার বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করে গ্রিনকার্ড প্রদান করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে যুক্তরাষ্ট্র।

সূত্র: হিন্দুস্থান টাইমসের।
/মামুন