নিজস্ব প্রতিনিধি
আল সাদি, গাজীপুর :
ইজতেমায় ৬৬ দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি আখেরী মোনাজাতে অংশগ্রহন করেছে। মাওলানা সাদ কান্ধলভীর এর বড় ছেলে মাও. ইউসুফ বিন সাদ মোনাজাত পরিচালনা করেছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম দিন পরিবর্তনকে জানান, আজ রোববার সকাল ১১:১৫ মিনিটে দোয়া শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর এর বড় ছেলে মাও. ইউসুফ বিন সাদ দোয়া পরিচালনা করেছেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
আজ ফজরের পরে বয়ানে ছিলেন মুফতি মাকসুদ সাহেব(ভারত)।বাংলা তরজমা করেছেন মাওলানা আব্দুল্লাহ সাহেব। বয়ানের পরেই হেদায়েতের কথা বলেছেন এবং ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব(ভারত)। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।
আজ ভোর থেকে ইজতেমা মাঠে দিকে শত শত মুসল্লি প্রবেশ করে। হাতে কাঁদে মালামাল নিয়ে হেটে হেটে ময়দানে প্রবেশ করে। সকাল ৯ টার দিকে ইজতেমা ময়দানের ভিতরে ঢুকতে না পেড়ে বাটা গেইট, কলেজ গেইট, আবদুল্লাহপুর সড়কে ও সড়কের আশপাশে, ইজতেমার ময়দানের চারপাশে অবস্থান নেয়। শিশু ও বৃদ্দ মুসল্লিদের সাথী ভাইয়েরা ধরে সহযোগিতা করতে দেখা গেছে।
মাঠের খিত্তায় বসা মুসল্লি আলা উদ্দিন শেখ সহ একাধিক ব্যক্তি জানান, বেশ ভালো আছি। মোনাজাতের আগে বয়ান শুনছি। হুজুর ফজিলত ও আমল ইমানের কথা বলেছেন। তিনি চিল্লায় সাথী ভাইদের উদ্দেশ্যে আমল ইমান পালন করা বিষয়ে কথা বলেছেন। যারা সূরা ফাতেহা ভালো ভাবে জানেননা, তাদের সূরা ফাতেহা শিখিয়েছেন।তিনি বলেন, ওজু করার সময় চুরে আমার স্মার্ট ফোন নিয়ে গেছে। বাড়ীতে যোগাযোগ সমস্যা হয়ে গেছে।
লোহাদী উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মুসল্লী শাহজাহান মিয়া বলেন, সব চেয়ে ভালো লেগেছে আইনশৃংখলা বাহিনীরা সব সময় তৎপর ছিলো। আমাদের জানমালের নিরাপত্তায় কাজ করেছে। তবে বাড়ী ফেরা কষ্ট হবে। বাড়ী ফিরবো কিভাবে তাই ভাবছি।
গত মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগরা বাইপাস এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহন ভোগরা বাইপাস ৩শ’ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
টংগী জংশন স্টেশান মাস্টার রাকিবুল ইসলাম দিন পরিবর্তনকে বলেন সিডিউল অনযায়ী ট্রেন চলবে।কুমিল্লা, আখাউড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে ৫ মিনিট যাত্রাবিরতি করবে।টিকিট বিক্রি দ্বিগুণের বেশি হতে পারে জানান তিনি।
১ম পর্বে ইজতেমায় ২০ মুসল্লী ২য় পর্বে ইজতেমা ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। ১ম পর্বে ৭২ টি দেশ থেকে ৮ হাজার এবং ২য় পর্বে ৬৫ দেশের ৯২৩১ জন বিদেশি মেহমান অংশগ্রহন করেছে।
দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ের মধ্যে একজন শ্রীলংকান নাগরিক রয়েছেন। তিনি বাংলাদেশের বাংলাদেশি মেয়ে শারমিন আক্তারকে যৌতুকবিহীন বিয়ে করেন। ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামরায় যৌতুকবিহীন বিয়ে পড়ান।বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি'র নিয়মানুযায়ী।
এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। আজ ইজতেমার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।এজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, সংসদ সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কর্মকর্তাগন অংশগ্রহন করেছে। গত ১ থেকে ৪ ফেব্রুয়ারি ইজতেমার (যোবায়ের আহমদের) প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL