ডেঙ্গু রোগবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ৬ চ্যালেঞ্জের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে ‘এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী উত্তর সিটির প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী লিখিত বক্তব্যে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
তিনি জানান, এডিস মশা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো হচ্ছে—অপরিকল্পিত নগরায়ন, জনসচেতনতা ও জনসম্পৃক্ততার ঘাটতি, নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জ্ঞানের অভাব এবং অসহযোগিতা, পরিত্যক্ত ও অপরিকল্পিত ছাদবাগান, বেজমেন্ট পার্কিংয়ে জমে থাকা পানি এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যার তথ্যে অপ্রতুলতা।
গোলটেবিল বৈঠকের শুরুতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তাই আজ আমরা সবাইকে ডেকেছি। মশানিধনে আমরা কী করছি, এগুলো ঠিক আছে কিনা, আর কী কী করা যায়— সে সম্পর্কে আপনাদের জানাবো। আমাদের প্রস্তুতিগুলো জানাবো। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনবো। আর কী কী করা যায়— তার গাইড লাইন আপনারাও আমাদের জানাবেন। সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেবো।’
‘ডেঙ্গু মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রস্তুতি এবং পরামর্শ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কবিরুল বাসার, সিডিসি’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ, নিপসমের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম সারোয়ার, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলামসহ প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL