১৮-এপ্রিল-২০২৫
১৮-এপ্রিল-২০২৫
Logo
ঢাকা

মাতৃভাষা চর্চায় আকৃষ্ট করতে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-১২ ২১:০২:৫৯
...

নতুন প্রজন্মকে মাতৃভাষা চর্চায় আকৃষ্ট করতে দেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চা আমাদের ভাষাগুলোকে আরও সমৃদ্ধ করবে বলেও জানান তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠানমালা সফলভাবে উদযাপন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্স এ সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। তিনি সাংবাদিকদেরকে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই প্রেস কনফারেন্সে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন ভাষা বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, মাননীয় শিক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, জনাব মোহাম্মদ আবুল খায়ের, জনাব মোঃ আমিনুল ইসলাম পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, জনাব মোঃ আজহারুল আমিন পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

সভাপতির বক্তব্যে ড. হাকিম আরিফ বলেন-আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইতোমধ্যেই বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সমগ্র দেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবদ্ধকরণের কাজে এ প্রতিষ্ঠান নিয়োজিত আছে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাতৃভাষা চর্চার প্রতি গুরুত্ব অনস্বীকার্য বলে মনে করি।

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশে সংগঠিত প্রথম এ আয়োজন চূড়ান্তপর্বে আরও উৎসবমূখর হবে বলে আশা করি। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা মাতৃভাষাচর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে বলে আমার বিশ্বাস।

জনাব মোহাম্মদ আবুল খায়ের বলেন- যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তাঁর ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত অতএব ২১শের অনুষ্ঠানমালার যথাযথ প্রচার করার জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের অনুরোধ করছি।

জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন- আমাদের এ আয়োজনকে সফল করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তরিকতার ঘাটতি নেই। এ অনুষ্ঠানমালার প্রচারের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন।

জনাব মোঃ আজহারুল আমিন বলেন- ইংরেজিতে কথা বললে যেমন প্রাণকে স্পর্শ করে না তেমনি মাতৃভাষা ব্যতীত অন্য যেকোনো ভাষায় মাতৃভাষার মতো সুধা পাওয়া যায় না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পৃথিবীর সকল মাতৃভাষা জীবিত রাখার জন্য কাজ করে যাচ্ছে।

জনাব মোঃ আবদুল কাদের বলেন, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ৫টি অঞ্চলের ৬টি ভেন্যুর বিজয়ীরা আগামীকাল ১৩/০২/২০২৪ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর ফাইনাল রাউন্ডে অংশ নিবে। ফাইনাল রাউন্ডে ২ ক্যাটেগরিতে ৩ জন করে মোট ৬ জন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন এবং এই ৬জন এ বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন।

আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ বছর আদিবাসী ভাষার ওপর এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় পর্যায় থেকে অডিশনে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া দেড় শতাধিক প্রতিযোগী জাতীয় এই অলিম্পিয়াডে দুইটি ক্যাটাগরিতে অংশ নেবে। ‘ক’ ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। ‘খ’ ক্যাটাগরিতে অংশ নেবে দশম থেকে দ্বাদশ শ্রেণির (এইচএসসি পরীক্ষার্থীসহ) শিক্ষার্থীরা। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে এবং এই ছয়জন এ বছর ব্রাজিলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবে।

সভাপতি আরও বলেন- মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠানমালার বিস্তারিত সূচি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে গণমাধ্যমকে জানানো হবে এবং প্রেস কনফারেন্সের আলোচিত বিষয়গুলো যথাযথভাবে প্রচারের জন্য অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।