শ্রীপুর(গাজীপুর) :
শিক্ষার্থীদের কাছে জীব বৈচিত্রের পরিচিতি তুলে ধরতে স্কুল ভবনের ছাদে সৃজন করা হয়েছে দৃষ্টিনন্দন ছাদ বাগান। যা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সবার কাছে দৃষ্টিনন্দন হয়েছে। প্রকৃতির সাথে এই মেলবন্ধন গড়ে তুলেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াত খান চালা গ্রামে অবস্থিত হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের ছাদ বাগান।
বাগানটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু গ্রীন ক্যাম্পাস। ইতিমধ্যে ছাদ বাগানটি দেশব্যাপী সাড়া জাগিয়েছে। সারি সারি ড্রাম আর মাটির টবে বেড়ে উঠেছে বাহরি রকমের ফল, ফুল আর সবজি। দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের। এখানে রয়েছে দেশি- বিদেশি প্রায় এক হাজার ফুল- ফল, ঔষধি বৃক্ষ। প্রধান শিক্ষককের উদ্যোগে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এটি সৃজন করেছেন।
দেখলে মনে হয় এক টুকরো নির্মল উদ্যান। সপ্তাহে একদিন একেক ক্লাসের শিক্ষার্থীদেরকে সুবিধাজনক সময়ে ছাদে ফুল ও ফলের উপর ক্লাস করানো হয়। বিদ্যালয়ের এ শোভিত বাগান দেখতে ভিড় করছেন বাগান প্রেমীরা। বিশেষ করে নিজেদের হাতে গড়া বিদ্যালয়ের বাগানে কমলা, মালটা, আঙ্গুরের মতো বাহারি রকমের ফল দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সীমাহীন আনন্দে ভাসছে। উপজেলার প্রত্যন্ত গ্রামে এ বিদ্যালয়। বিদ্যালয়ের আছে একটি দ্বিতল ভবন।
এ ভবনের ছাদে সৃজন করা হয়েছে ফল, ফুল আর ওষুধি বৃক্ষের বাগান। কথা হয় বঙ্গবন্ধু গ্রীন ক্যাম্পাসের সফল উদ্যোক্তা প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের সাথে। তিনি জানান, গ্রীন ক্যাম্পাসে রয়েছে উন্নত জাতের ফুল, ফল ও ঔষধিসহ প্রায় ৯০ প্রজাতির এক হাজার গাছ। গাছ আমাদের প্রকৃতির ফুসফুস। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। স্কুলের ছেলে মেয়েরা গাছ লাগানো, গাছের পরিচর্যা ও ছোট ছোট গাছে ফুল-ফল দেখে তারা ভবিষ্যতে গাছ লাগানোর প্রতি আগ্রহী হয়ে উঠবে।
টাকার চেয়ে ইচ্ছাশক্তি বড়। ইচ্ছাশক্তি থাকলে দেশের প্রতিটি স্কুলে এরকম গ্রীন ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, করোনাকালিন সময় স্কুল বন্ধ ছিল। তখন ছাদে বাগান তৈরির কাজ শুরু করা হয়। প্রধান শিক্ষককের উদ্যোগে বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সদস্যরা ‘বঙ্গবন্ধু গ্রীন ক্যাম্পাস’ নামে এই বাগান সৃজন করেছে।বর্তমানে বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন ফুল।এছাড়াও চার জাতের গোলাপসহ ৩০ প্রজাতির ফুল এবং ১০ প্রজাতির ওষুধি গাছ আছে এই বাগানে। এই বাগান সৃজনে ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।বিদ্যালয়ের ছাদে দৃষ্টিনন্দন এই বাগানের উদ্যোক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,স্কুল ভবনের ছাদে শুরু থেকেই নিজেদের অর্থে বাগান সৃজন করা হয়।
পরবর্তীতে বাগান পরিদর্শনে এসে বাগান সৃজনের জন্য স্থানীয় কয়েকজন অল্প পরিমাণ নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।সকলের উৎসাহ আর অনুপ্রেরণায় বিদ্যালয় কর্তৃপক্ষ সৃজিত বাগান সম্প্রসারণের কাজ হাতে নিবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুর উপজেলায় বিদ্যালয় ছাদে বাগান সৃজনের এটা প্রথম দৃষ্টান্ত। বাগানের গাছে গাছে ফুল আর ফলের সমারোহ দেখতে প্রতিদিন অভিভাবকরা বিদ্যালয়ে আসছেন। এ
ছাড়াও জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নানান পেশার মানুষ বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাসটি পরিদর্শনে আসছেন। শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ছাদে বাগান একটি প্রশংসনীয় ও অনুকরণীয় প্রচেষ্টা। বাগানটি পরিদর্শন করে আমি নিজেও অভিভূত হয়েছি। উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বাগানটি পরিদর্শনের জন্য বলা হয়েছে। যাতে উপজেলার সব বিদ্যালয়ে এই ধারনা ছড়িয়ে দেওয়া যায়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL