২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
অন্যান্য

তিস্তায় ধরা পরল ৭২ কেজি ওজনের বাঘা আইড়

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১০-০৫ ১৮:৩১:৪৭
...

 লালমনিরহাট প্রতিনিধি: 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলের হাতে ধরে পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাঘা আইর মাছ। বিক্রি হয় ৮০ হাজার টাকায়। মাছটি একনজর দেখতে উৎসুক জনতার ভীর জমেছে তিস্তা পাড়ে।

বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর কোলে মাছ ধরতে গেলে মহাসিন এর জালে ৭২  কেজি ওজনের বিশাল ওই বাঘাআইড় মাছটি ধরা পড়ে। 
জানাগেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাআইড় মাছটি তার জালে ধরা পরে। পরে বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়। 
এ বিষয়ে জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে সে মাছ ধরতে যায়। এসময় জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের ওই বাঘাআইড় মাছ ধরা পড়ে । পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।