নিজস্ব প্রতিবেদক
আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় বৃটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এই সহযোগিতার কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনীতি, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃটেনের সাহায্য চাওয়া হয়েছে। এ বিষয়ে বৃটেন সহযোগিতা করতে রাজি হয়েছে বলেও জানান অর্থমন্ত্রীআবুল হাসান মাহমুদ আলী।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, আর্থিকখাতে সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকবে বৃটেন। সবকিছু মিলিয়ে সহনশীল বাংলাদেশকে দেখতে চায় যুক্তরাজ্য।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL