দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব সূচকের মান। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে সিএসইতে।
রোববার (২০ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে রোববার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ দশমিক ৩৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ৫৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১২৬ দশমিক ২৬ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনও। লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার।
এছাড়া রোববার ডিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া সি পার্ল, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়্যার, আলিফ ইন্ডাস্ট্রিস ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০২ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬১ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ৩০৪ দশমিক ২৩ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ২২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৮ দশমিক ৭২ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৪ দশমিক ৯৫ পয়েন্টে। সূচক বেড়েছে ১ দশমিক ৫৬ পয়েন্ট।
তবে সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৬৬ লাখ টাকা।
সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৭টির কোম্পানির শেয়ারদর।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL