ভোক্তা সাধারণ আগামীকাল ১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের খুচরা বাজারে সয়াবিন তেলের এ নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১ মার্চ থেকে বোতলজাত ১ লিটার তেল ভোক্তা সাধারণ পাবেন ১৬৩ টাকায়। আর ৫ লিটার বোতলজাত তেল খুচরা পর্যায়ে মিলবে ৮০০ টাকায়। তাছাড়া কাল থেকে ১৪৯ টাকায় ১ লিটার খোলা সয়াবিন তেল কিনতে পারবেন ভোক্তারা।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছিলেন, আগামীতে প্রতি মাসেই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম। মার্চের পর এপ্রিল থেকে প্রতি মাসের ১৫ তারিখে তেলের দর সমন্বয় করা হবে।
dp-asif
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL