২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
আইন ও আদালত

ড. ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-০৪ ১৪:৫৮:৫৩
...

নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া যেন তিনি বিদেশ যেতে না পারেন সেই আবেদনও করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) শ্রম আপিল আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের তরফ থেকে করা হয় এ আবেদন।

শ্রম আপিল আদালতে ড. ইউনূসের মামলাটি ৬ মাসের মধ্যেই যেন নিষ্পত্তি হয় সে বিষয়ে আদেশ চেয়েও আবেদন করা হয়েছে হাইকোর্টে। বছরের শুরুতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ঢাকার তিন নম্বর শ্রম আদালত রায়ে বলেন, মুহাম্মদ ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।