২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
আইন ও আদালত

মেডিকেলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ফল প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-০১ ১৫:২৭:২২
...

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মেডিকেলের মোট আসনের ২০ শতাংশ জেলা কোটার জন্য বরাদ্দ ছিলো, যা বর্তমানে বাতিল ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, সরকারি মেডিকেলের জন্য মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে এ বছরই ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে।

অন্যদিকে বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি এবং আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।