২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
আন্তর্জাতিক

আরব আমিরাতে চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৩-২৩ ১৯:৪০:০৭
...

সংযুক্ত আরব আমিরাত সকল দেশের নাগরিকদের​ জন্য মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। আমিরাতের​ ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইট বার্তায় জানিয়েছেন, ইউএই ক্যাবিনেটের এক বৈঠকে বিষয়টি অনুমোদিত​ হয়েছে। এই নতুন ভিসা আমিরাতের​ঘোষিত ধারাবাহিক পুনর্গঠনের অংশ বিশেষ যা দেশের অর্থনীতিতে নতুন মেরুকরণ আনবে।

এ ধরনের মাল্টি এন্ট্রি ভিসা আমেরিকা ও ইউরোপেরর দেশগুলোতেও চালু আছে। এ মাল্টি এন্ট্রি ভিসা নিয়ে বিস্তারিত বিবরণসহ স্থানীয় প্রভাবশালী​ খালিজ টাইমস,​গালফ নিউজসহ অন্যান্য দৈনিকগুলো সংবাদ প্রকাশ করেছে।

মাল্টি এন্ট্রি ভিজিট বা টুরিস্ট​ ভিসা বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং​বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলোর জন্য​স্বস্তি বয়ে আনবে। এ​ভিসা কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পরিবারের সদস্যরা যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদেরকে উৎসাহিত​ করবে। এতে টুরিস্ট ভিসার ব্যয়ও কমে আসবে। এ ছাড়া বিজনেস ট্রাভেলাররা যারা ব্যবসায়িক কাজে স্বল্প নোটিশে আমিরাতে আসতে চান তারা যখন তখন পাসপোর্ট হাতে নিয়ে টিকেট কেটে সহজে এখানে চলে আসতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত​ তাদের ভিসা আইনে একের পর এক সংস্কার আনছে। সিটিজেনশিপ ভিসা, রিমোট ওয়ার্ক ভিসা, দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা এসব যুগান্তকারী পরিবর্তনের অংশ বলে অভিজ্ঞ মহল মনে করছেন। এ ভিসা চালু হলে দেশীয ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রফেশনাল ও চাকরি প্রার্থীদের নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিরাতের প্রবাসীরা।