মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের সভাপতি ও কাবা মসজিদের ইমাম ড. আবদুর রহমান আল সুদাইস করোনা টিকা নিয়েছেন। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (২২ মার্চ) মক্কার কিং আবদুল্লাহ মেডিকেল সিটিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি।
শায়খ সুদাইস টিকা গ্রহণের পর করোনা সংক্রমণরোধে সৌদি সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন আল সুদাইস। স্থানীয় নাগরিক বসবাসকারীদের মধ্যে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করে সৌদি আরব বিশ্বে স্বল্প সংক্রমিত দেশ হিসেবে স্থান করে নিয়েছে।
এছাড়াও কিং আবদুল্লাহ মেডিকেল সিটির স্বাস্থ্যকর্মীসহ সব চিকিৎসকের একনিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ড. আবদুর রহমান আল সুদাইস পবিত্র মসজিদু হারামের সবচেয়ে প্রবীণ ইমাম ও খতিব হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। মাত্র ২২ বছয় বয়সে ১৪০৪ হিজরিতে মসজিদুল হারামের কনিষ্ঠতম ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান।
সূত্র : সৌদি গেজেট
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL