দিন পরিবর্তন ডেস্ক
করোনা টিকা নিলে রমজানের রোজা ভাঙবে না বলে জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ।
করোনার টিকা গ্রহণ করে এক বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি বলেন, করোনার টিকা নিলে রোজা ভাঙবে না। কারণ তা খাবার ও পানীয় হিসেবে কাজ করে না। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হয়।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যে টিকার ২.৬ মিলিয়ন ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে।
সূত্র : আরব নিউজ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL