২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
আন্তর্জাতিক

চীনে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৫-২২ ১০:৩৫:২৯
...

চীনের দক্ষিণ কিহাইতে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পূর্ব চিনের প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে মধ্য চীনের মাদুই জেলার ভূগর্ভে প্রায় ১০ কিলোমিটার গভীর কেন্দ্রে ছিল এর উৎপত্তিস্থল।

আজ শনিবার (২২ মে) ভোরে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে দ্য গার্ডিয়ানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস জিওফিজিসিস্ট) থেকে বলা হচ্ছে, গ্রামাঞ্চল কেন্দ্রিক হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি তাৎক্ষণিক সময়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (২১ মে) শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়। তাতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।