পর্যটনসমৃদ্ধ সেরা ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে সৌদি আরব। গেল বছর ১০ কোটি পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।
পর্যটন খাতকে আরো এগিয়ে নিতে হাতে নেয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া হচ্ছে অন অ্যারাইভাল ও অনলাইন পর্যটন ভিসা। ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্সুরেন্স জার্নাল ম্যাগাজিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বড় পর্যটন গন্তব্য হওয়ার চেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেই ধারাবাহিকতায় এবার পর্যটন সমৃদ্ধ সেরা ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে দেশটি।
গেল বছর সৌদিতে পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এর মধ্যে প্রায় ৭ কোটি ৬ লাখ স্থানীয় পর্যটক এবং বাকি ২ কোটি অন্যান্য দেশ থেকে এসেছেন। পর্যটকের সংখ্যা আরও বাড়াতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে ৪৫ বিলিয়ন ডলারের প্রায় ৫০টি প্রজেক্ট চলমান রয়েছে। শেষ হওয়ার পথে আরও বেশ কিছুপ্রকল্প। এর মধ্যে সবচেয়ে নান্দনিক ও ব্যয়বহুল শহর হতে যাচ্ছে ‘নিয়ম’।
পর্যটন খাতের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কয়েক লাখ তরুণকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনাও নিয়েছে দেশটি। বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া হচ্ছে অন অ্যারাইভাল ও অনলাইন পর্যটন ভিসা।
তেল রপ্তানির ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে পর্যটন খাতের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে সৌদিকে পর্যটননির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
/মামুন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL