ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ এক হাজার ৪১৭ জনের। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে গত ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত পরিলক্ষিত হচ্ছে।
এদিকে করোনার নাজুক পরিস্থির মধ্যেই টিকা কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে দেশটিতে। এ অবস্থায় সরকারের করোনা মোকাবিলার তদন্ত শুরু করেছে কংগ্রেস।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসের বিপদকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। মহামারির শুরু থেকেই লকডাউন, মাস্ক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন তিনি। এ ছাড়া সংক্রমণ প্রতিরোধের জন্য অপ্রমাণিত বিভিন্ন ওষুধ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টিও করে আসছিলেন তিনি।
এ অবস্থায় করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে দেশটিতে। অনেক অঞ্চলে কঠোর বিধিনিষেধ দেয়ার পর সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেসব অঞ্চলেও এখন বিধিনিষেধ সহজ করে দেয়া হয়েছে।
ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL