ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অন্তত ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালে প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন।
তিনি বলেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টার দিকে আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। অন্য যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ভোর সাড়ে ৫টার দিকে ওই হাসপাতালর আগুন নেভানো সম্ভব হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL