নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কেয়ারা রাজ্যের প্রথাগত রাজা পিটার আরেমু অনিকোরোকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যার পর তার স্ত্রীসহ দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারী একটি চক্র।
এখনো অপহৃত রানি কোথায় আছেন তার কোনো হদিস করতে পারেনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
কেয়ারা রাজ্যের পুলিশের মুখপাত্র ইজিরে আদেয়েমি তোহুন সাংবাদিকদের জানিয়েছে, বৃহস্পতিবার রাজপ্রাসাদে ঢুকে এই ঘটনা ঘটায় বন্দুকধারীরা।
এই পুলিশ মুখপাত্র বলেছেন, সন্ধ্যায় প্রথাগত রাজার প্রাসাদে ঢুকে বন্দুকধারীরা তাকে হত্যা করে এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
তোহুন আরো জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। তারা রানি ও অন্য এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।
কেয়ারা রাজ্যের গভর্নর আব্দুলরাহমান আব্দিলরাজাক এই ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যা ও অপহরণকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL