লাতিন দেশ ভেনেজুয়েলার একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।
দেশটির প্রশাসন জানিয়েছে, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের একটি অবৈধ স্বর্ণের খনিতে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের সবাই ওই খনিতে কর্মরত শ্রমিক।
এ ঘটনায় এখন পর্যন্ত আহত আরও ১১ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও অনেক শ্রমিক আটকা মাটির নিচে। তাদের উদ্ধারে এরইমধ্যে পাঠানো হয়েছে দু’টি হেলিকপ্টার।
দেশটির বিভিন্ন অবৈধ খনিতে কাজ করে হাজার হাজার শ্রমিক। এসব খনিতে শ্রমিকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা। তাই প্রায়ই খবর পাওয়া যায় এমন দুর্ঘটনার।
dp-asif
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL