আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বিদ্যুৎ বিচ্ছিন্ন অঙ্গরাজ্যটির সাড়ে পাঁচ লাখ মানুষ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত গ্যাস সংযোগও। এখনও চলছে ভারি বৃষ্টি। তীব্র বাতাসে গাছ উপড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। শতাধিক এলাকায় পানিবন্দি রয়েছে লাখো মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে দক্ষিন ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার বাসিন্দাদের।
এদিকে, সানফ্রান্সিসকোর বিভিন্ন স্থানে হয়েছে ভূমিধস। জরুরি অবস্থা জারি হয়েছে লস অ্যাঞ্জেলেসে। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় শক্তিশালী ঝড়ের প্রভাবে টানা বৃষ্টিপাতের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া। যার জেরে তৈরি হয় বন্যা পরিস্থিতি। জরুরি অবস্থা অব্যাহত রয়েছে আরও ৮ টি কাউন্টিতে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL