০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
ইউরোপ

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

আন্তর্জতিক ডেস্ক

প্রকাশিতঃ ২০২২-০৬-৩০ ১৪:২৮:১১
...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন এবং ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রবেশের বিরোধিতা প্রত্যাহার করার জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সমর্থনের ইঙ্গিত দিয়েছে। 

মাদ্রিদে ন্যাটো সম্মেলনের ফাঁকে এরদোয়ানকে বাইডেন বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেনের পরিস্থিতি সমন্বিত করার জন্য আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা তুরস্কের নতুন এফ-১৬ যুদ্ধবিমান এবং তার বিদ্যমান পুরানো নৌবহরের উন্নতির সাথে বিমান বাহিনীকে আপগ্রেড করার ইচ্ছার প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিব সেলেস্ট ওয়াল্যান্ডর সাংবাদিকদের বলেছেন,‘মার্কিন প্রতিরক্ষা বিভাগ তুরস্কের আধুনিকীকরণ পরিকল্পনাকে সম্পূর্ণ সমর্থন করে।’

তিনি বলেন, ‘তুরস্ক একটি অত্যন্ত সক্ষম, অত্যন্ত মর্যাদাপূর্ণ, কৌশলগত ন্যাটো মিত্র এবং তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা, শক্তিশালী ন্যাটো প্রতিরক্ষা সক্ষমতায় অবদান রাখে।’