২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
এশিয়া

১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

আন্তর্জতিক ডেস্ক

প্রকাশিতঃ ২০২৪-০১-৩০ ২০:৪৮:০৪
...

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের কবল থেকে ১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে। মঙ্গলবার একটি ইরানি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করে ভারতের নৌবাহিনীর টহলদার যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভারতীয় নৌবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সোমালিয়ায় টহল দেওয়ার সময় ইরানের পতাকাবাহী একটি মাছধরা নৌকার গতিবিধি লক্ষ্য করে সন্দেহ জাগে আইএনএস সুমিত্রার সদস্যদের। তারা জাহাজটিকে থামার নির্দেশ দেন এবং তারপর সেই নৌকাটিতে গিয়ে জলদস্যুদের আটক এবং নাবিকদের উদ্ধার করেন।

মাছধরার ওই নৌকাটির নাম আল নাঈমি। নৌকাটি ইরানের পতাকাবাহী হলেও সেখানের সব নাবিক কেন পাকিস্তানের নাগরিক, তা অস্পষ্ট। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।  আটক জলদস্যুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। সেই ছবি থেকে বোঝা যাচ্ছে, এই জলদস্যুদের সবাই সোমালিয়ার নাগরিক।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক মাস পর গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এডেন উপসাগর, আরব সাগর হামলা শুরু করে ইরানের হুথি বিদ্রোহীরা। এডেন উপসাগরের সোমালিয়ার উপকূলে গত কয়েক মাস ধরে জলদস্যুদের দৌরাত্ম্যও বৃদ্ধি পেয়েছে।

আরব সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে গত ২৬ ডিসেম্বর এই দুই সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠায় ভারত।  আইএনএস সুমিত্রা সেই বহরেরই একটি জাহাজ। এডেন সাগর এবং সোমালিয়ার উপকূলে জাহাজটি টহল দিয়ে বেড়ায়। এ ইস্যুতে এখন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে কোনো বক্তব্য-বিবৃতি আসেনি।  উদ্ধার পাকিস্তানীদের কীভাবে হস্তান্তর করা হবে সে সংক্রান্ত কোনো তথ্যও জানায়নি ভারতের নৌবাহিনী।