নিজস্ব প্রতিবেদক
অপেক্ষার অবসান বুঝি হচ্ছি হচ্ছিল, ৩১ বছর ধরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে জিততে পারেনা নিউজল্যান্ড। ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে সফরকারীরা হারিয়েছিল চার উইকেট। স্কোরবোর্ডে ৮০ রান তুলতেই হারিয়ে বসে আর এক উইকেট। আগের দিন মনে হচ্ছিল, ম্যাচটা জিততে যাচ্ছে ব্ল্যাকক্যাপস। তবে অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, প্যাট কামিন্সের ব্যাটিংয়ে ৩ উইকেটে জিতেছে অজিরা। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে হারিয়ে বিপদ বাড়ে অজিদের। এই ব্যাটারকে আউট করেন শততম টেস্ট খেলতে নামা কিউই অধিনায়ক টিম সাউদি। এরপরেই শুরু হয় মার্শ ও ক্যারির পালটা আক্রমণ। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১৪০ রান। দুজনেই করেন অর্ধশতক। ২৮ রানে জীবন পাওয়া মার্শ করেন ৮০ রান।
২২০ রানেই মার্শ আর মিচেল স্টার্ক ফিরে গেলেও অষ্টম উইকেটে ৬১ রানের জোটে ঠিকই জয় পায় কামিন্সের দল। ১২৩ বলে ৯৮ রানে অপরাজিত ছিলেন ক্যারি আর কামিন্সের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩২ রান। শেষবার ১৯৯৩ সালে অকল্যান্ডে অজিদের হারানোর পর থেকে আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি নিউ জিল্যান্ড।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন অ্যালেক্স ক্যারি আর সিরিজ সেরা ম্যাট হেনরি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL