২২-নভেম্বর-২০২৪
২২-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কী ফিরছেন মাহমুদউল্লাহ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০১-৩১ ২০:০৮:০০
...

ক্রীড়া প্রতিবেদক:

২০২১ সালের পর আর বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে ফরম্যাটে দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে অনেকেই টি-টোয়েন্টিতে রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন।  তবে চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ঝলক দেখাচ্ছেন ফরচুন বরিশালের এই ক্রিকেটার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। এ নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনুস।

বিসিবির এই ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান টি-টোয়েন্টি দলে রিয়াদ অটোমেটিক চয়েজ বলে উল্লেখ করেছেন। আজ (বুধবার) মিরপুরে জালাল ইউনুস বলেন, কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইকরেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো (বিপিএলেও) প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, সেখানে অটোমেটিক চয়েজ।

জালাল আরও বলেন, এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।