১৭ ইনিংসে ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়, স্ট্রাইক রেট ১৫৫.৯৫। ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের পরিসংখ্যান। সংখ্যাগুলোই কথা বলছে ভারতীয় ব্যাটসম্যানের টি-টোয়েন্টি ফর্ম এক কথায় দুর্দান্ত। এই পারফরম্যান্স দিয়ে আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হলেন সূর্যকুমার।
টানা দ্বিতীয়বার এই সম্মান পেলেন ‘স্কাই’ হিসেবেও পরিচিত সূর্যকুমার। সেরার নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় সূর্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানের এক ইনিংস খেলেই ২০২৩ সালটা শুরু করেছিলেন সূর্যকুমার। তবে পরের দুই ইনিংসে ৩৬ বলে ৫১ ও ৫১ বলে ১১২ রান করেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। এরপর বছরজুড়েই ২০ ওভারের ক্রিকেটে চলেছে সূর্যকুমারের রাজত্ব। বছরের শেষ দিকে তো ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়কত্বও করেছেন সূর্য।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL