বল হাতে নতুন একটি রেকর্ড গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার সকাল থেকে রাঁচিতে শুরু হওয়া চতুর্থ টেস্টে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করেন অশ্বিন। এর মধ্য দিয়ে একমাত্র ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।
৪৩ ইনিংস খেলেই এই মাইলফলক অর্জন করেন অশ্বিন। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার আগে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।
অশ্বিনের আগে ভাগবত সুব্রামানিয়া চন্দ্রশেখর ৩৮ ইনিংস খেলে নিয়েছিলেন সর্বোচ্চ ৯৫ উইকেট। অনীল কুম্বলে ৩৬ ইনিংসে নিয়েছিলেন ৯২ উইকেট। বিশান সিং বেদি ৩৬ ইনিংসে শিকার করেছিলেন ৮৫ উইকেট। আর কপিল দেব ৪৮ ইনিংসে নিয়েছিলেন ৮৫ উইকেট।
এখনও খেলা চালিয়ে যাওয়া বোলারদের মধ্যে এই কীর্তি আছে কেবল অস্ট্রেলিয়ার নাথান লায়নের। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ ইনিংসে শিকার করেছেন ১১০ উইকেট। আর শেন ওয়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে ৭২ ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ১৯৫ উইকেট।
DP-ASIF
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL