২২-নভেম্বর-২০২৪
২২-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন জয় শাহ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-৩১ ১৭:২০:০২
...

 

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ। এবারসহ তৃতীয়বারের মতো এসিসির সভাপতি হলেন তিনি।

আজ বুধবার বালিতে বার্ষিক সাধারণ সভায় এসিসি’র সভাপতি হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। সেই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে তৃতীয়বারের মতো জয় শাহ সভাপতি পদে নির্বাচিত হন।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষে ২০২১ সালে প্রথমবার এসিসি’র সভাপতি নির্বাচিত হন জয় শাহ। তার নেতৃত্বে এসিসি টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ ও ওয়ানডে ফরম্যাটে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করে।


সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী। নতুন করে এসিসির দায়িত্ব পাওয়া জয় শাহ জানিয়েছেন, ‘আমার ওপর আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞ। এই অঞ্চলে খেলার সর্বাত্মক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যেখানে এখনও উন্নতির প্রয়োজন রয়েছে, সেখানে আমরা মনোযোগ দেবো। পুরো এশিয়াতেই ক্রিকেটের চর্চা অব্যাহত রাখতে কাজ করবে এসিসি।’