২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

ওমরজাই-সোহানের ঝড়ে রংপুরের পুঁজি ১৬৫

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-৩০ ১৬:২৪:২২
...

 

পয়েন্ট টেবিলের এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি রংপুর রাইডার্সের। তবে সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের দল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তুলেছে রংপুর। শেষ দিকে সোহান ও ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ে এই পুঁজি পেয়েছে দলটি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। তবে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় দলটি।

তানভিরের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে খেলতে এসে কাঁটা পড়েন ব্র্যান্ডন কিং। মোহাম্মদ রিজওয়ানের স্টাম্পিং হওয়ার আগে খেলেন ১২ বলে ১৪ রানের ইনিংস।

এরপর ফজলে রাব্বিকে নিয়ে স্কোরশিটে রান যোগ করতে থাকেন বাবর আজম। ফিফটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে খুশদিল শাহর বলে লাইন মিস করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ফেরার আগে খেলেন ৩৬ বলে ৩৭ রানের কার্যকরী এক ইনিংস।

বাবর ফেরার পর একপ্রান্ত আগ রেখে রানের গতি এগিয়ে নেওয়া রাব্বিও ফেরেন। মোস্তাফিজুর রহমানের বলে অনিকের হাতে ক্যাচ দিয়ে ৩০ রানে আউট হয়েছেন তিনি।

এরপর আক্রমণাত্মক ইনিংসের আভাস দিলেও উইকেটে থিতু হতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন মোহাম্মদ নবি। তবে ইনিংসের ১৯তম ওভারে রেমন্ড রেইফারের বলে ফেরার আগে ১ চার ও ১ ছক্কা হাঁকান আফগান এই অলরাউন্ডার।

শেষ দিকে অধিনায়ক সোহানের ৬ বলে ১৫ এবং ওমরজাইয়ের ২০ বলে ৩৬ রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর।