চলমান বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজের পুরোটা সময় অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই সব আলোচনা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচ না থাকায় বিশ্রামে রয়েছে রংপুর রাইডার্স এর ক্রিকেটাররা। তবে ব্যস্ত সময় পার করেছে সাকিব। নিজের ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন তিনি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে সেই অনুষ্ঠান। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই টাইগার অলরাউন্ডার।
যেখানে শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা। বিশেষ করে টেস্ট খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি, চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।
কয়েক দিনে আগেই গুঞ্জন উঠেছিল টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে চান সাকিব। এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বলেছি কখনও আমি ছুটি চাচ্ছি না বা চাচ্ছি। এরপর বিরক্ত হয়ে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন তিনি। ‘কার কাছ থেকে শুনছেন এমন কথা?’
সাকিব আরও বলেন, যার কাছ থেকে শুনেছেন এমন কথা তার কাছেই শুনেন। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে।
বিপিএলের শুরু থেকে চোখের সমস্যায় ভুগলেও রানে ফিরেছেন সাকিব। তবে বিপিএল ব্যস্ততায় এখনও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেননি মাগুরা-১ আসনের সংসদ সদস্য। তাই শ্রীলঙ্কা সিরিজে সব ফরম্যাটে খেলবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL