০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

খেলার মাঝপথে দল ছাড়লেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিতঃ ২০২৪-০২-১৭ ১২:৫০:৩৩
...

রাজকোট টেস্টের মাঝপথে ভারতীয় শিবির ছাড়লেন রবীচন্দ্র অশ্বিন। পারিবারিক সমস্যার জন্য চেন্নাই যেতে হয়েছে তাকে। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের বাকি সময়ে আর মাঠে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

জানা গেছে, অশ্বিনের জরুরিভাবে দল ছাড়ার কারণ তার মায়ের অসুস্থতা। চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মাকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিবারের সদস্যের জরুরি চিকিৎসাজনিত কারণে অশ্বিন রাজকোট টেস্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া, খেলোয়াড়দের পারিবারিক গোপনীয়তার প্রতি তাদের পূর্ণ সম্মান রয়েছে বলেও জানায় বিসিসিআই।

বিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, অসুস্থ মায়ের পাশে থাকতেই অশ্বিন চেন্নাই ছুটে গেছে। তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে, সিরিজের মাঝপথে অশ্বিন নাম তুলে নেয়ায় ভারতকে একজন বোলার কম নিয়েই খেলতে হবে। তার পরিবর্তে মাঠে ফিল্ডার নামানো গেলেও, কেউ তার জায়গায় বল করতে পারবেন না। ফলে দুজন স্পিনার নিয়েই খেলতে হবে ভারতকে। রাজকোটের স্পিন সহায়ক পিচে অশ্বিনের না থাকা ভোগাতে পারে ভারতকে।

উল্লেখ্য, রাজকোট টেস্টে ব্যাট হাতে ৩৭ রানের পাশাপাশি বল হাতে ১টি উইকেট নিয়েছেন অশ্বিন। এতে টেস্টের ৫০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখান অশ্বিন।