রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাটিং করছে ভারত। আগের টেস্টের চারজনকে বাইরে রেখে এদিন একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। প্রথমবারের মতো টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটেছে সরফরাজ খান ও ধ্রুব জুরেলের। বহুল প্রতীক্ষার পর অবশেষে দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন সত্যি হলো সরফরাজের। ছেলের এমন ঐতিহাসিক মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাবা নাওশাদ খান। স্ত্রীকে সঙ্গে করেই আনন্দে কেঁদে দেন তিনি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ৩১১ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে সরফরাজ খানের।
সরফরাজকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। এ সময় তিনি বলেন, ‘সরফরাজ যেভাবে তুমি উঠে এসেছ, তাতে আমি গর্বিত। আমি নিশ্চিত তুমি যা অর্জন করেছো, তা নিয়ে তোমার বাবা ও পরিবার অনেক গর্বিত। আমি জানি তুমি কঠোর পরিশ্রম করেছো যদিও কিছুটা হতাশা ছিলো। ঘরোয়া ক্রিকেটে তুমি যা রান করেছ, সেজন্য বাহবা প্রাপ্য। আমি নিশ্চিত, আজ অনেক কিছুই দারুণ স্মৃতি হিসেবে রাখবে তুমি। একটি দীর্ঘ ক্যারিয়ারের শুরু এটি।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরও জাতীয় দলে অনেকটা ব্রাত্য ছিলেন সরফরাজ। জাতীয় দলের দরজা ভাঙতে ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে প্রায় ৭০ গড়ে ৩ হাজার ৯১২ রান করেন তিনি। এমন পারফরম্যান্সের পরও সুযোগ না পাওয়ায় ছেলেকে নিয়ে আক্ষেপ ছিল নওশাদের। আজ সেই আক্ষেপের অবসান হলো।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL