২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

ঢাকাকে হারিয়ে রংপুরের দ্বিতীয় জয়।

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২৮ ১২:২০:২৪
...


টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ ধারাবাহিক একজন ব্যাটার বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা তিন ফিফটির পর রংপুর রাইডার্সের হয়ে তিন ম্যাচের দুটিতেই ফিফটি করেছেন এই তারকা ব্যাটার। দুর্দান্ত ঢাকার বিপক্ষে সময়ের চাহিদা মিটিয়ে ব্যাটিং করে সতীর্থ ব্র্যান্ডন কিংয়ের প্রশংসাই পেলেন পাকিস্তানের এই ব্যাটার।

বাবরের সাথে ওপেন করতে নেমে কিং খেলেছিলেন ১৩ বলে ২০ রানের ইনিংস। তবে এরপর দলটির রানের গতি কিছুটা কমে যায়। বাবরও একসময় ৩২ রানে ছিলেন ২৭ বলে। তবে ঠিকই পরিস্থিতি বুঝে চালিয়ে খেলে খেলেন ৪৬ বলে ৬২ রানের ইনিংস, যা দলকে দেয় বড় সংগ্রহের ভিত। যা পরে এনে দেয় অনায়াস জয়।

কিং মনে করেন, বাবরের কারণেই তারা ১৮৩ রানের বিশাল স্কোর গড়তে সমর্থ হয়েছেন। “বাবর তার খেলাটা সবচেয়ে ভালো বোঝে। আমাদের সব ব্যাটারই পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারে। দুই উইকেট পড়ার পর তার রোলটা ছিল ম্যাচটা টেনে নিয়ে যাওয়া। যাতে অন্য ব্যাটাররা এসে দ্রুত রান তোলার ফাউন্ডেশনটা পায়, আর আমরা একটা ভালো স্কোর পাই। তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি একজন অসাধারণ মানের আন্তর্জাতিক মানের ব্যাটার।”

বাবর আউট হওয়ার পর আজমতউল্লাহ ওমারজাই ও শামীম হোসেনের দুটি ক্যামিও ইনিংসে স্কোর ১৮০ প্লাস করে রংপুর। এরপর ঢাকাকে অলআউট করে দেয় ১০৪ রানেই। আসরে এটি রংপুরের দ্বিতীয় জয়।

দলটির প্রথম জয়ের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে রান তাড়ায় ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর অপরাজিত ৫৬ করেন বাবর।