২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

তৃতীয় ম্যাচে সহজ জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-২২ ১৮:১৭:১৮
...

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ঢাকা। জবাব দিতে নেমে তানজিদের ইনিংসের ওপর ভর করে ১০ বল ও ৬ উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচে রান পাননি তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ঢাকার বিপক্ষে বিপিএলের তৃতীয় ম্যাচ তাই তার কাছে ছিল প্রমাণের মঞ্চ। সেই প্রমাণ কিছুটা হলেও দিতে পারলেও আক্ষেপ রয়েই গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শরিফুলের করা প্রথম ওভারের প্রথম ৫ বলেই ১৯ রান নেন আবিষ্কা ফার্নান্দো। তবে ওই ওভারেরই শেষ বলে আবিষ্কাকে ফিরিয়ে শোধ তোলেন শরিফুল। ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন তানজিদ ও শাহাদাত হোসাইন দিপু। ৮১ রানের মাথায় দিপু (২২) ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি।

 

১০৫ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে যান তানজিদ। ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রান এই ওপেনারের। তবে জয়ের জন্য বাকি পথ পাড়ি দিতে কোনো সমস্যা হয়নি ফর্মে থাকা নাজিবুল্লাহ জাদরান ও শুভাগত হোমের। ১৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ। এর আগে, আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করা ঢাকাকে ১৩৬ রানের বেশি করতে দেয়নি চট্টগ্রাম। টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত। অধিনায়কের সিদ্ধান্তের প্রমাণ শুরু থেকেই দিতে শুরু করেন চট্টগ্রামের বোলাররা।

 

১ রানের মাথায়ই রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান ঢাকার লংকান ওপেনার দানুষ্কা গুনাতিলাকা। দলের সঙ্গে আরও ৩৩ রান যোগ হতেই ফেরেন ঢাকার প্রথম ৪ ব্যাটার। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও অ্যালেক্স রস। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন গুনাতিলাকার বদলি হিসেবে মাঠে নামা আরেক লংকান লাসিথ ক্রুসপুলে। ২৬ বলে ২৭ রান করেন ইরফান। ৩১ বলে দলের সর্বোচ্চ ৪৬ রান আসে ক্রুসপুলের ব্যাট থেকে। শেষ পর্যন্ত এই দুজনের ইনিংসে ভর করেই ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় ঢাকা।

 

চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বল করেন পেসার আল-আমিন হোসেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচায় বিলাল খানের সংগ্রহ ২ উইকেট। একটি করে উইকেট পান শুভাগত, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।