২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

প্লে অফ নিশ্চিত করে এলিমিনেটরে প্রতিপক্ষ হিসেবে যাকে পেল বরিশাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-২৩ ২০:৫০:১১
...

জয়ের ক্যানভাসটা ঠিক যেভাবে সাজানো দরকার ছিল সেভাবেই ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে সে কাজটিই করলেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে জ্বলে উঠলেন সঠিক সময়ে। আর সেই সঙ্গে দলকে নিয়ে গেলেন বিপিএলের দশম আসরের প্লে’অফে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে প্লে’অফে নিশ্চিত করে বরিশাল। তাদের আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে’অফ নিশ্চিত করে।

এদিন গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়ে কুমিল্লা। জবাবে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ৬ উইকেট ও ২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এতে করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় খুলনা টাইগার্স। এ জয়ে ১২ ম্যাচে সাত জয়ে বরিশালের পয়েন্ট ১৪। সমান ১৪ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ২৬ ফেব্রুয়ারি এই মাঠেই এলিমিনেটরে মুখোমুখি হবে দু’দল।

কুমিল্লার দেয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দলীয় ১০ রানেই তারা পাকিস্তানের আহমেদ শেহজাদকে হারিয়ে ফেলে। তবে দ্বিতীয় উইকেটে ক্যারিবিয়ান মায়ার্সকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন তামিম। ২৫ বলে ২ ছক্কা ও ১ চারে ২৫ রান করে মুশফিক হাসানের বলে মায়ার্স বিদায় নিলে ভাঙে জুটি। তৃতীয় উইকেটে মুশফিককে নিয়ে গড়েন আরও ৩৯ রানের জুটি। ২৪ বলে ১৭ রান করে মুশফিক বিদায় নিলে আবারও ভাঙে জুটি।

তবে অপরপ্রান্তে তামিম ‘খুনে মেজাজে’ ব্যাটিং চালিয়ে যান। কিন্তু দলীয় ১২২ রানে ব্যক্তিগত ৬৬ রান করে রাসেলের বলে আউট হন তামিম। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ৬ চারে। শেষদিকে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার আর কোনো উইকেট না হারিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার ব্যাটাররা রানের জন্য রীতিমতো সংগ্রাম করে তাইজুল ও সাইফউদ্দিনদের বোলিং তোপে। এদিন কুমিল্লার হয়ে ওপেনিংয়ে লিটনের সঙ্গে নামেন সুনিল নারিন। চতুর্থ ওভারের শেষ বলে নারিন ফেরেন ১৮ বলে ১৬ রান করে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামের বলে বোল্ড হন লিটন। ১২ বলে ১২ রান করেন কুমিল্লার অধিনায়ক।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। তবে ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ওভেদ ম্যাকয়ের হাতে ক্যাচ হন তাওহিদ। আর ২২ বলে ২৩ রান করেন মঈন। আকিফ জাভেদের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি।

চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। শেষে দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে নিয়ে ঠেকান জাকের আলি। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন জাকের।

 

/মামুন