গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। রোমাঞ্চে ভরা এবারের আসরের পর্দা নামতে চেলেছে ফাইনাল দিয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল।
শুক্রবার (১ মার্চ) প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল।
অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন মুশফিক হাসান।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয়, তাইজুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
/মামুন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL