দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টির শেষ হয়েছে। এই কারণে বেশ কিছু তারকা ক্রিকেটার এই মুহূর্তে ব্যস্ততার বাইরে। এই সুযোগটিই নিচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা।
রংপুর রাইডার্স ইতোমধ্যে উড়িয়ে এনেছেন জিমি নিশাম, ইমরান তাহিরকে। প্রথম ম্যাচ খেলতে নেমেই তারা বাজিমাত করেছেন। এবার ফরচুন বরিশাল নিয়ে আসছে কেশভ মহারাজকে।
বরিশালের পরের ম্যাচ মাঠে গড়াবে ১৪ ফেব্রুয়ারি। তার আগের দিন ১৩ ফেব্রুয়ারি প্রোটিয়া তারকার দলে যোগ দেওয়ার কথা। নিউজিল্যান্ড অলরাউন্ডার নিশামের মতো প্রথমবার বিপিএলে খেলছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। শনিবারের ফাইনালে তার দল ডারবান জায়ান্টস হেরে গেছে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। তিন দিনের ব্যবধানে এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে নাম লিখছেন প্রোটিয়া স্পিনার।
মহারাজকে ছাড়াও বরিশাল তার স্বদেশী কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনকে নিয়ে আসতে চাইছে। যদিও এ ব্যাপারে দলের পক্ষ থেকে তেমন কিছু জানা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে বিপিএলে ফিরবেন শাই হোপ, ওশান থমাসরা। দুজনই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের বিপিএলে যোগ দেবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দেখা যাবে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে।
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট শেষ হলেও আরও বেশ কিছু তারকা ক্রিকেটারকে পাওয়া যেতে পারে। তখন বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা চাইলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও মঈন আলীদের দলে ভেড়াতে পারবে।
৩৪ বছর বয়সী মহারাজের বিপিএলে অংশগ্রহণের দিন হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। মাউন্ট মঙ্গানুইয়ে বড় হারে ১-০ তে সিরিজে পিছিয়ে প্রোটিয়ারা। নিয়মিত খেলোয়াড়রা সদ্য শেষ হওয়া এসএ টোয়েন্টিতে খেলার কারণে অনভিজ্ঞ দল নিয়ে তাসমান সাগর পারে গেছে তারা।
দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া চার দিনের প্রতিযোগিতা বাদ দিয়ে বিপিএল খেলতে আসছেন মহারাজ। তাকে নিয়ে নিঃসন্দেহে ভালো ফলের আশা করছে বরিশাল। এরই মধ্যে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে তারা। এখনও হাতে রয়েছে চার ম্যাচ।
এদিকে বিপিএলে মহারাজের যোগ দেওয়ার দিন শুরু হচ্ছে হ্যামিল্টন টেস্ট। নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দিয়ে শক্তি বাড়াতে পারতেন তিনি। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নীতির কারণে সেটা সম্ভব নয়। নীতি অনুযায়ী ভেন্যুর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোনও খেলোয়াড়কে অন্তত এক সপ্তাহ সময় দিতে হয়।
জানা গেছে, এসএ টোয়েন্টি শেষে চলমান আইএল টি-টোয়েন্টিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন খেলোয়াড়। যদিও তারা এনওসির অনুরোধ করেননি। কারণ সিএসএ এই ব্যাপারে আগ্রহী নয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL