ক্রীড়া ডেস্ক:
চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের প্রথম সেশনে ইনিংস ঘোষণা করেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ১৫৭ রান তোলে সফরকারীরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। মাহমুদুল হাসান জয় ১৯ ও জাকির হাসান ১১ রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) ৬ উইকেটে ১০২ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯ ও প্রভাত জয়াসুরিয়া ৩ রান নিয়ে খেলা শুরু করেন। ৫৬ রান করা ম্যাথুসকে বোল্ড করেন সাকিব। ২৮ রান করে অপরাজিত থাকেন প্রভাত জয়সুরিয়া।
এর আগে, প্রথম ইনিংসে ৩৫৩ রানের বিশাল লিড পায় লঙ্কানরা। বাংলাদেশকে ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়ে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ৫৩১ রান। বাংলাদেশ অলআউট হয় ১৭৮ রানে।
/আসিফ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL