০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
ক্রিকেট

বিপিএলে দ্রুততম ফিফটি সাকিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-১৩ ১৯:৪৯:০৬
...

চলতি বিপিএলের শুরুটা নিজের মনের মতো করতে পারেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি তিনি। তবে সময়ে সঙ্গে নিজেকেও পরিবর্তন করেছেন তিনি। কঠোর পরিশ্রম করে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেয়েছেন সাকিব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে দুই উইকেট হারায় রংপুর। তবে ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন সাকিব। সেই সঙ্গে তুলে নেন চলতি বিপিএলের দ্রুততম ফিফটি। ২০ বলে ফিফটি পূরণ করেন দেশ সেরা এই তারকা ক্রিকেটার।

এতে পিছনে ফেলেছেন খুলনা টাইগার্সের বিদেশি ব্যাটার ইভেন লুইসকে। ফরচুন বরিশালের বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বলে ফিফটি পূরণ করেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। তার এই ইনিংসেই খুলনা জয় পেয়েছিল।

চলতি আসরে প্রথম চার ম্যাচে চার রান করে ছিলেন সাকিব। খেলেন বোলিং কোটায়। তবে সিলেট পর্বে দুর্দান্ত ঢাকা বিপক্ষে ৩৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরেন তিনি। সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ম্যাচের ১২তম ওভারে লুক উডকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এই দিন সাকিবের সঙ্গে ব্যাট চালিয়ে ২৮ বলে অর্ধশতক পূরণ করেন শেখ মাহেদী।