প্রতিবছরের চিত্রটা প্রায় একই, ঢাকা পর্বে ঢিমেতালে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রাণ ফিরে পায় সিলেট পর্বে। সেই উচ্ছ্বাসের প্রভাবে এবার অন্যান্য আসসের চেয়ে বেশি ম্যাচ হচ্ছে চায়ের দেশ সিলেটে। ২৬ জানুয়ারি থেকে সিলেট পর্ব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিনই বিপিএল উন্মাদনায় মেতে উঠেছে সিলেট। প্রথম ম্যাচ শুরুর বেশ আগে থেকেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে পড়ে যায় বিশাল লাইন।
শুক্রবার দুটি ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিপিএলের সিলেট পর্বের। প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হয়েছে জায়ান্ট রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচ শুরু রাত ৭টায়, লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সিক্সার্স।
ঢাকায় হওয়া ছয়টি ম্যাচের কয়েকটিতে চোখে পড়ার মত দর্শক উপস্থিতি থাকলেও হাউজফুল হয়নি। তবে প্রথম দিনেই সিলেট থাকবে জমজমাট। কারণ ম্যাচ শুরুর বেশ আগেই প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তবুও টিকিট পাওয়ার আশায় অনেকেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন, যদি মিলে যায় একটা টিকিট!
সরকারি ছুটির দিন, সিলেটে চলতি আসরের প্রথম দিন, সিলেট সিক্সার্সের ম্যাচ - সবমিলিয়ে বিপিএল নিয়ে সিলেটে যেন খেলে যাচ্ছে আনন্দের ঢেউ৷
আগত দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই সিলেট সিক্সার্সের সমর্থকই বেশি। তবে রংপুরের দুই তারকা সাকিব আল হাসান ও বাবর আজমের পারফরম্যান্স দেখতেও উৎসুক অনেকেই।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL