বিশ্বকাপকে সামনে রেখে সবার মনে প্রশ্ন একটাই কোন দল নিবে এবারের বিশ্বকাপ। এমন প্রশ্নে বিভক্ত এখন পুরো ক্রিকেট দুনিয়া। বশেষ আসরে ইংল্যান্ডকে শিরোপা এনে দেয়া অধিনয়াক এউইন মরগান জানালেন বিশ্বকাপে ফেভারিট কোন দল। তার চোখে বিশ্বকাপের এবারের আসরে ফেভারিট ভারত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, এশিয়া কাপের আগেও ভারত ফেভারিট ছিল। এমনকি জসপ্রিত বুমরাহ চোট থেকে সেরে ওঠার আগেও তারা ফেভারিট ছিল। টুর্নামেন্ট শুরুর আগে তারা দারুণ মোমেন্টামও পেয়েছে। অন্য দলগুলোর তুলনায় তাদের প্রস্তুতি বেশ মসৃণভাবে হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের বড় চ্যালেঞ্জ হবে একাদশ বাছাই। তারা কি বেশি স্পিনার নিয়ে খেলবে নাকি অলরাউন্ডার বেশি খেলাবে, সেটিই হবে দেখার বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ঘরের মাঠে ফেভরিট হওয়ার চাপ তারা কিভাবে সামলাবে, সেটি দেখা। তবে আমার মনে হয় তারা সেটা পারবে। তারা ২০১১ সালে সেটা করে দেখিয়েছে।
বিশ্বকাপে নিজেদের দল নিয়ে মরগান বলেন, ইতিবাচক ব্যাপার হচ্ছে, বর্তমান দলটির শক্তির গভীরতা এখন ভিন্ন স্তরে। আমি আসলেই বিশ্বাস করি যে আমরা চাইলে দু’টি দল দিতে পারি যারা সেমিফাইনালের জন্য লড়তে পারে এবং যার একটি গিয়ে শিরোপা জিততে পারে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL