নিজস্ব প্রতিনিধি
নাঈমুর রহমান দুর্জয়ের পর মাশরাফি বিন মর্তুজা, এবার সে পথে হাঁটলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই তিন আলোচিত অধিনায়ক ক্রিকেট থেকে রাজনীতিতে পা গলিয়েছেন, হয়েছেন সংসদ সদস্য। তাদের দেখানো পথ অনুসরণ করবেন কি জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল? নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির দায়িত্বে দেখা যাবে তাকে?
আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দুই প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। তবে সরাসরি হ্যাঁ বা না বলেননি তিনি।
বরং কৌশলী পথে হেঁটেছেন তামিম। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফরচুন বরিশালের অনুশীলন শেষে দলটির অধিনায়ক তামিম বলেন, ‘ভাই, এটা (জাতীয় নির্বাচন করা) খুব ঝুঁকিপূর্ণ একটা কথা। এখন আমি না বললাম। এরপর দেখা গেল ১০ বছর পর তা হয়ে গেল।
তখন আপনি এটা ধরে দেখিয়ে দিবেন যে আমি না বলেছিলাম। সুতরাং কখনোই আগেভাগে কোন কিছু নিয়ে বলতে পারবেন না। এই মুহূর্তে আমার এ ধরণের কোনো পরিকল্পনা নেই।’
সাংসদ নির্বাচিত হওয়া সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার দুইজনের কারো সঙ্গেই দেখা হয়নি।
দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া সাকিব এক সাক্ষাৎকারে বলেছেন এরপর বিসিবি সভাপতির চেয়ারে বসার ইচ্ছা আছে তার। তামিমও কি একইরকম করে ভাবছেন?
এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার এইসবে কোনো কিছু না।
তবে ভবিষ্যৎ আপনাকে কোন জায়গায় নিয়ে যায় জানেন না। আল্লাহ আমার কপালে ওইরকম কিছু লিখে রাখলে সেটা হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL