বিপিএলের প্রায় দেড় মাসের ব্যস্ততা শেষে টাইগাররা আবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। লিগ ক্রিকেটের মেগা আসরের পর টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট টি-টোয়েন্টি সিরিজ। সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজ। টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
এই সিরিজের মধ্যদিয়ে ‘ভারমুক্ত’ অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। কয়দিন আগেই তাকে তিন ফরম্যাটে আনুষ্ঠানিক অধিয়াকের দায়িত্ব দিয়েছে বিসিবি। এর আগেও তিন সংস্করণের ক্রিকেটেই খণ্ডকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর এটাই অধিনায়ক শান্তর প্রথম সিরিজ।
রোববার এক সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, তিনি সিরিজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। জয়ের জন্য মাঠে নামার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি সবশেষ জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন। সোমবার লঙ্কানদের বিপক্ষে রিয়াদের এই ফরম্যাটে প্রত্যাবর্তন হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সাল দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ২টিতে হেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরুর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে বছর শেষ করে বাংলাদেশ। তাই নতুন বছরেও ঘরের মাঠে লঙ্কানদের হারিয়ে শুভসূচনা করতে চায় শান্তর দল।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL